কুশিঘাটে অবৈধ সিগারেটসহ আটক ৩
প্রকাশিত হয়েছে : ১০ মার্চ ২০২৫, ১০:১০:৩৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেট নগরীর কুশিঘাট থেকে বিপুল পরিমাণ অবৈধ বিদেশী সিগারেটসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। এ সময় চোরাইপণ্য বহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করে পুলিশ। শনিবার রাত ৯টার দিকে শাহপরান থানাধীন কুশিঘাট বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, সিলেটের জৈন্তাপুর থানার বেলুপাড়া গ্রামের ছয়ফুল্লাহ রহমানের পুত্র রেজাউল করিম (২৫), শাহপরান থানার আটগাও পুরানবাড়ীর মৃত মানিক মিয়ার পুত্র রুমেল (৩২) ও জৈন্তাপুর থানার বেলুপাড়া গ্রামের রফিক আহমদের পুত্র এবায়দুর রহমান (৩০)।
এর সত্যতা নিশ্চিত করেছেন এসএমপির মিডিয়া অফিসার অতিরিক্ত উপ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম। তিনি জানান, জব্দ সিগারেটের বাজার মূল্য অনুমান ৫ লাখ টাকা। আটক ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হয়েছে।