দাসপাড়ায় চোরাই কমসমেটিকসহ আটক ১
প্রকাশিত হয়েছে : ১০ মার্চ ২০২৫, ১০:১১:৪৪ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : বিপুল পরিমাণ ভারতীয় চোরাই কসমেটিকসহ একজনকে আটক করেছে পুলিশ। শনিবার রাতে শাহপরান থানাধীন দাসপাড়া এলাকায় চেকপোস্ট পরিচালনা করে একটি কাভার্ড ভ্যানে তল্লাশী চালিয়ে এসব পণ্য আটক করা হয়। এসময় মিঠু দাস (২৫) নামে এক যুবককে গ্রেফতার করা হয়। সে সুনামগঞ্জের দোয়ারাবাজর থানার মান্নারগাঁও এলাকার বিনু বুসন দাসের ছেলে।
এর সত্যতা নিশ্চিত করেছেন এসএমপির মিডিয়া অফিসার অতিরিক্ত উপ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম। জব্দকৃত কসমেটিকসের বর্তমান বাজারমূল্য ৮ লাখ ৭৮ হাজার ৪শ টাকা বলে জানান তিনি।
এসএমপি সূত্র জানায়, দাসপাড়া থেকে অভিযান চালিয়ে পুলিশ বিপুল পরিমাণ ভারতীয় নেহা মেহেদী, কাভেরি মেহেদি, স্কিন শাইন ক্রিম, জিলেট ব্লেড উদ্ধার করে। আটক ব্যক্তিকে আদালতে সোপর্দ করা হয়েছে।