ওসমানীনগরে আ’লীগ নেতা গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ১১ মার্চ ২০২৫, ৭:০৮:২০ অপরাহ্ন
ওসমানীনগর প্রতিনিধি:
ওসমানীনগরে নিখোঁজ বিএনপি নেতা এম. ইলিয়াছ আলীর স্ত্রী ও বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা তাহসিনা রুশদীর লুনার গাড়ী ভাংচুর মামলার আসামি গোয়ালাবাজার ইউপি সদস্য আ’লীগ নেতা বেলাল আহমদকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুর ১১টার দিকে ওসমানীনগর থানা পুলিশের এসআই আশিস তালুকদারের নেতৃত্বে পুলিশের একটি টীম গোয়ালাবাজার থেকে তাকে গ্রেফতার করে এবং ২টার দিকে তাকে সিলেট কোর্টে চালান করা হয়। ওসমানীনগর থানার ওসি মো. মোনায়েম মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত, ২০২২ সালের ১৫ নভেম্বর গোয়ালাবাজারে তাহসিনা রুশদীর লুনা সিলেট শহরে বিএনপির বিভাগীয় সমাবেশের প্রচারপত্র বিতরণ করতে আসলে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতা কর্মীরা তার গাড়ীতে হামলা করে গাড়ী ভাংচুর করে। স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতনের পর এর প্রতিকার চেয়ে আদালতে একটি মামলা দায়ের করলে আদালত মামলাটি নথিভূক্ত করেন।