ছাতকে যুবলীগের সহ সভাপতি গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ১১ মার্চ ২০২৫, ৭:৫৭:১২ অপরাহ্ন
ছাতক প্রতিনিধি:
ছাতকে থানা পুলিশের বিশেষ অভিযানে রাজনৈতিক মামলা ও একটি নিয়মিত মামলার এজাহারভুক্ত পলাতক আসামি লোকমান হোসেন (৩৮)কে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাত তাকে গোবিন্দনগর গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়। লোকমান হোসেন ছাতকের গোবিন্দগঞ্জ সৈদেরগাও ইউনিয়নের গোবিন্দনগর গ্রামের বাসিন্দা আব্দুল জলিলের পুত্র। সে ছাতক উপজেলা যুবলীগের সহ-সভাপতি ও গোবিন্দগঞ্জ-সৈদেরগাও ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক।
ছাতক থানার পুলিশ পরিদর্শক মোহাম্মদ মোখলেছুর রহমান আকন্দের নির্দেশনায় থানার সেকেন্ড অফিসার এস আই আব্দুস ছত্তার এর নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন।
ছাতক থানার পুলিশ পরিদর্শক (নিঃ) মোহাম্মদ মোখলেছুর আসামি গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন