জাসদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ১১ মার্চ ২০২৫, ৯:০৮:৫১ অপরাহ্ন
বাংলাদেশ জাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে বাম গণতান্ত্রিক জোট এবং ফ্যাসিবাদ বিরোধী বাম মোর্চার সাথে সোমবার সন্ধ্যায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও করনীয় নিয়ে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জাসদ কেন্দ্রীয় যুগ্মসম্পাদক ও সিলেট জেলার সভাপতি জাকির আহমেদ। এতে বক্তব্য রাখেন বাম গণতান্ত্রিক জোট সিলেট জেলার সমন্বয়ক ও বাসদ সিলেট জেলার আহ্বায়ক আবু জাফর, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি এর কেন্দ্রীয় সদস্য চৌধুরী সাহেদ কামাল টিটু, বিপ্লবী কমিউনিস্ট লীগ সিলেট জেলার সম্পাদক সিরাজ আহমেদ, সিপিবি সিলেট জেলার সাধারণ সম্পাদক খায়রুল হাসান, বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন সিলেট জেলার সদস্য এডভোকেট মহিতোষ দেব মলয়, বাসদ(মার্কসবাদী) সিলেট জেলা সাংগঠনিক কমিটির সমন্বয়ক সঞ্জয় কান্ত দাস, বাসদ সিলেট জেলার সদস্য সচিব প্রণব জ্যোতি পাল, সিনিয়র সাংবাদিক আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া, বাংলাদেশ সাম্যবাদী আন্দোলন সিলেট জেলার সদস্য এডভোকেট রনেন সরকার রনি, চারণ সাংস্কৃতিক কেন্দ্র সিলেট জেলার আহ্বায়ক নাজিকুল ইসলাম রানা, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সিলেট নগর শাখার সহ-সভাপতি সুমিত কান্তি দাশ পিনাক, বাংলাদেশ শ্রমিক জোট নেতা প্রবীর চন্দ্র দে প্রমুখ।
বক্তারা মিথ্যা মামলায় আটক বাংলাদেশ জাসদ সিলেট জেলার সহ সভাপতি লালমোহন দে’র নিঃশর্ত মুক্তি দাবি করেন এবং বাংলাদেশ জাসদ সিলেট মহানগরের সিনিয়র সহসভাপতি ফেরদৌস আরাবী’র রোগমুক্তি কামনা করেন। বিজ্ঞপ্তি