দাসপাড়া থেকে মদসহ আটক ২
প্রকাশিত হয়েছে : ১১ মার্চ ২০২৫, ৯:১৯:০৩ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : শহরতলীর দাসপাড়া এলাকা থেকে বিদেশী মদসহ দুইজনকে আটক করেছে পুলিশ। শনিবার দিবাগত গভীর রাতে শাহপরান থানাধীন দাসপাড়া বাজারে একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, শেরপুর জেলার নকলা থানার চরকামারীপাড় গ্রামের মো. খলিল মিয়ার ছেলে মো. রুমান (২৭) ও টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার ভাতকাড়া গ্রামের হিরু মিয়ার ছেলে ফিরোজ মিয়া (৩২)। এসময় তাদের কাঝ থেকে ২৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।
এর সত্যতা নিশ্চিত করেছেন এসএমপির মিডিয়া অফিসার অতিরিক্ত উপ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম। আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।