মধ্যরাতে ছাত্রলীগ নেতাকে পালাতে সহায়তা : ৪ ব্যবসায়ী-কর্মচারী আটক
প্রকাশিত হয়েছে : ১১ মার্চ ২০২৫, ৯:১৯:৫২ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : মধ্যরাতে নগরীর জিন্দাবাজারে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে পালিয়ে যেতে সহায়তার অভিযোগে দুই ব্যবসায়ী ও দুই কর্মচারীকে করেছে পুলিশ। সোমবার (১০ মার্চ) দিবাগত মধ্যরাতে জিন্দাবাজারের ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সিটি থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- জিন্দাবাজারের ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সিটির ব্যবসায়ী রায়হান আহমদ ও জুনদে মিয়া, কর্মচারী ওমর ও ফরহান।
মঙ্গলবার এর সত্যতা নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার জিয়াউক হক। তিনি জানান, আটককৃতদের গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। তাদেরকে জুলাই-আগস্টের গণআন্দোলনের ঘটনার করা একটি মামলার অজ্ঞাতনামা আসামি হিসেবে গ্রেফতার দেখানো হয়েছে।