প্রবাসীদের ভোটাধিকারে জামায়াত আমীরের দাবি
প্রকাশিত হয়েছে : ১১ মার্চ ২০২৫, ৯:২২:৪৪ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক: প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ দেওয়া নিয়ে নির্বাচন কমিশনের ইতিবাচক পদক্ষেপকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।
মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেইসবুকে দেওয়া এক বার্তায় তিনি বলেন, প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার এই দাবি অনেক পূর্ব থেকে আমরা করে আসছি। এরই মধ্যে নির্বাচন কমিশন ইতিবাচক পদক্ষেপ নিয়ে আগাচ্ছেন বলে সংবাদ মাধ্যমে খবর প্রকাশ পেয়েছে। এ উদ্যোগকে আমরা অভিনন্দন জানাই।
বার্তায় চারটি দাবি উত্থাপন করে তিনি বলেন, যে কোনো মূল্যে আমাদের প্রবাসীদের ভোটাধিকার আগামী নির্বাচনে নিশ্চিত করতে হবে। এই দাবি প্রবাসীদেরও। আমরা তাদের দাবির প্রতি বরাবর জোরালো সমর্থন ও সম্মান প্রদর্শন করে আসছি।
তিনি বলেন, দেশের তরুণ যুবসমাজের ভোটও একইভাবে নিশ্চিত করতে হবে এবং যাদের ভোটার হওয়ার বয়স হয়েছে তাদের ভোটার তালিকাভুক্ত করতে হবে। বিগত ফ্যাসিস্ট আমলে যে বিপুল পরিমাণ জাল ভোটার তৈরি করা হয়েছিল তাদেরও ভোটার তালিকা থেকে বাদ দিতে হবে। বার্তায় তিনি ভোটার তালিকা থেকে মৃত ব্যক্তিদের নাম বাদ দেওয়ার দাবিও জানান।