মৌলভীবাজারে এ প্লাস ক্যাম্পেইন সফলে অবহিতকরণ সভা
প্রকাশিত হয়েছে : ১২ মার্চ ২০২৫, ৭:২৩:৫৩ অপরাহ্ন
মৌলভীবাজার প্রতিনিধি: ১৫ মার্চ জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে মৌলভীবাজারে এডভোকেসি ও গণমাধ্যমকর্মীদের ওরিয়েন্টশন সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে জেলা ইপিআইভবনের কনফারেন্স হলে এ সভা অনুষ্ঠিত হয়। সিভিল সার্জন ডা. মামুন আহমদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন। তিনি ১৫ মার্চ মৌলভীবাজার জেলায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সফল করার আহবান জানান।
সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার সুমন চন্দ্র দেবনাথ এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপারের প্রতিনিধি রুহুল আমিন। এছাড়াও ইসলামিক ফাউন্ডেশনের ডিডি ফারুক আলম, জেলা তথ্য অফিসার মোঃ আনেয়ার হোসেন, মৌলভীবাজার প্রেসক্লাবের আহবায়ক বকসি ইকবাল আহমদ, সদস্য সচিব সৈয়দ হুমায়েদ আলী শাহিন, এনটিভির স্টাফ করসপন্ডেন্ট এসএম উমেদ আলী, মৌলভীবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আজাদুর রহমান, বাসস প্রতিনিধি ডাঃ সাদিক আহমদ, সাংবাদিক মোঃ আব্দুল ওয়াদুদ, মু. ইমাদ উদ-দীন, ফেরদৌস আহমেদ, মাহবুবুর রহমান রাহেল, আহমেদ ফারুক মিল্লাত, জাকির হোসেন, আব্দুল কাইয়ুম ও জেলা ও উপজেলা পর্যায়ের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয় জেলায় ৬ থেকে ১১ মাস বয়সের ২৭ হাজার ৫৯০ জন শিশু ও ১২ থেকে ৫৯ মাস বয়সের ২ লাখ ২০ হাজার ৮৭৫ জন শিশুকে ১ হাজার ৬৮৮ টি কেন্দ্রে ভিটামিন এ টিকা খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।