ফ্যাসিসদের বিচারহীনতার সংস্কৃতিই ধর্ষণের কারণ : কয়েস লোদী
প্রকাশিত হয়েছে : ১২ মার্চ ২০২৫, ৭:২৫:২৩ অপরাহ্ন
সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, ধর্ষণের জন্য ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিচারহীনতার সংস্কৃতি দায়ী। নারী নির্যাতনসহ অপরাধ নিয়ন্ত্রণে অন্তর্বর্তীকালীন সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীকে আরোও বেশি দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, আমরা অত্যন্ত উদ্বেগের সঙ্গে দেখছি যে, অতিসম্প্রতি দেশজুড়ে নারীদের প্রতি সহিংসতা ও হেনস্থার ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। জীবনে চলার পথে নিত্যদিনই নারীরা যেমন নিরাপত্তাহীনতায় ভুগছেন, তেমনি অনলাইনেও তারা সাইবার বুলিংসহ বিরূপ আচরণের শিকার হচ্ছেন। শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে রাস্তাঘাট এবং শপিংমল ও কর্মস্থল থেকে আত্মীয়-স্বজনের বাড়ি পর্যন্ত বিভিন্ন স্থানে শিশু, ছাত্রী এবং নারী শ্রমিকসহ বিভিন্ন পেশার নারীদের শ্লীলতাহানী এবং হেনস্থা করা হচ্ছে। ধর্ষণ ও নির্যাতনের মাধ্যমে নারীদেরকে হত্যা করার মতো নির্মম ও জঘন্য ঘটনাও ঘটছে।
তিনি বুধবার নারী ও শিশু অধিকার ফোরাম সিলেট আয়োজিত প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন ধর্ষণ, অনলাইনে হেনস্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে নারী ও শিশু অধিকার ফোরাম সিলেটের উদ্যোগে দুপুরে নগরীর দরগামহল্লাস্থ একটি হোটেলে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। ফোরামের আহবায়ক ডা. মোঃ শাহনেওয়াজ চৌধুরীর সভাপতিত্বে ও সদস্য সচিব তাহসিন শারমিন তামান্নার পরিচালনায় প্রতিবাদ সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট প্রেসক্লাবের সহ-সভাপতি খালেদ আহমদ।
সভায় আরোও উপস্থিত ছিলেন এডিশনাল পিপি এডভোকেট আল আসলাম মুমিন, এপিপি এডভোকেট মোবারক হোসেন, অধ্যাপক আব্দুল মুনিম পারভেজ, জেলা বিএনপির সহ মহিলা বিষয়ক সম্পাদক সুলতানা রহমান দিনা, জলি পুরকায়স্থ, জান্নাত জামান চৌধুরী, মো. সোলেমান খান মিন্টন, মো. নাজমুল হক, মাহবুব আলম, মাহবুব শেখ, শফিউল আলম, মোবারক হোসেন তুহিন, জামিল আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি