শাবিতে নিকাব ও হিজাব পরিহিত শিক্ষার্থীর পরিচয় শনাক্তে বিশেষ ব্যবস্থা
প্রকাশিত হয়েছে : ১২ মার্চ ২০২৫, ৭:৪৭:২৮ অপরাহ্ন
শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) নিকাব ও হিজাব পরিহিত শিক্ষার্থীদের পরিচয় শনাক্তে বিশেষ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বুধবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সৈয়দ সেলিম মোহাম্মদ আব্দুল কাদির স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নিকাব ও হিজাব পরিহিত নারী শিক্ষার্থীদের পরিচয় শনাক্ত করতে প্রয়োজনে নারী সহকারী প্রক্টর বা নারী শিক্ষকের সহায়তা নেওয়া হবে। পাশাপাশি পরিচয় নিশ্চিত করার জন্য ফিঙ্গারপ্রিন্ট অথবা বায়োমেট্রিক সিস্টেম চালুর সম্ভাবনাও সক্রিয়ভাবে বিবেচনাধীন রয়েছে।
উল্লেখ্য, এর আগে ২৮ ফেব্রুয়ারি শাবিপ্রবির ভর্তি পরীক্ষায় কয়েকজন নারী শিক্ষার্থীর অভিযোগ ওঠে, তাদের অসম্মতি সত্ত্বেও এক অধ্যাপক জোরপূর্বক তাদের হিজাব খুলতে বাধ্য করেন। এ ঘটনার পর শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে।