ফ্যাড-ক্যাব সিলেট জোনের ইফতার মাহফিল
প্রকাশিত হয়েছে : ১২ মার্চ ২০২৫, ৯:০৪:০৪ অপরাহ্ন
ফরেন এডমিশন এন্ড ক্যারিয়ার ডেভেলপমেন্ট কনসালটেন্টস এসোসিয়েশন অব বাংলাদেশ (ফ্যাড-ক্যাব) সিলেট জোনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল মঙ্গলবার নগরীর সোবহানিঘাটস্থ একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয়।
ফ্যাড-ক্যাব সিলেট জোনের সভাপতি মোঃ ফেরদৌস আলমের সভাপতিত্বে ও সেক্রেটারী আবু তৈয়ব দিপু’র পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট ইংলিশ ল্যাংগুয়েজ ট্রেইনিং ইন্সটিটিউট (সেল্টা)’র প্রেসিডেন্ট খালেদ আহমদ, সেক্রেটারী সুলতান আহমদ, ব্রিটিশ কাউন্সিল সিলেটের এক্সামিনেশন সার্ভিসের ম্যানেজার মেজবাহ উদ্দিন আহমেদ, ইউসিবি ব্যাংকের রিজিওনাল ম্যানেজার নজরুল ইসলাম, পূবালী ব্যাংক লিমিটেড দরগাহ গেইট শাখার জি.এম মাকসুদা বেগম, ইস্টার্ন ব্যাংক উপশহর শাখার ম্যানেজার মোঃ বাহার উদ্দিন, সিনিয়র সাংবাদিক মঈন উদ্দিন মঞ্জু।
ইফতার মাহফিলে ঢাকা ব্যাংক, সিটি ব্যাংক, প্রাইম ব্যাংক সহ বিভিন্ন ব্যাংকের কর্মকর্তা, ফ্যাড-ক্যাব সিলেট জোনের সদস্য, ইউনিভার্সিটির প্রতিনিধি ও এডুকেশন কনসালটেন্টবৃন্দ উপস্থিত ছিলেন। ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন ফ্যাড-ক্যাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এডভোকেট মোঃ আব্দুল হাফিজ। বিজ্ঞপ্তি