মালয়েশিয়ায় ডেপুটি হাইকমিশনার খোরশেদ আলমকে প্রত্যাহার
প্রকাশিত হয়েছে : ১২ মার্চ ২০২৫, ৯:৪৬:২৭ অপরাহ্ন
মালয়েশিয়া প্রতিনিধি: মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার মোহাম্মদ খোরশেদ আলম খাস্তগীরকে প্রত্যাহার করা হয়েছে। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (প্রশাসন) শাহ আসিফ রহমান স্বাক্ষরিত পরিপত্রে প্রত্যাহারের এ আদেশ দেওয়া হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইস্যুকৃত চিঠিতে খোরশেদ আলম খাস্তগীরকে সদর দপ্তর, ঢাকায় বদলির সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
বাংলাদেশ হাইকমিশন, কুয়ালালামপুর-এ খাস্তগীরের বর্তমান দায়িত্বভার ত্যাগ করে অবিলম্বে সদর দপ্তর, ঢাকায় প্রত্যাবর্তনের জন্য পরিপত্রে অনুরোধ করা হয়। এছাড়া পরিবারের সদস্যগণ ভ্রমণ ব্যয় ও অন্যান্য ভাতা বিধি অনুযায়ী প্রাপ্য হবেন খাস্তগীর। যথোপযুক্ত কর্তৃপক্ষের অনুমোদনক্রমে ও জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলে পরিপত্রে জানানো হয়।