নগরে ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইন শনিবার
প্রকাশিত হয়েছে : ১২ মার্চ ২০২৫, ১০:২৯:১৬ অপরাহ্ন
শিশুর অপুষ্টিজনিত অন্ধত্ব নির্মূলে ক্যাম্পেইন সফলের আহবান সিসিকের
স্টাফ রিপোর্টার : অপুষ্টিজনিত অন্ধত্ব নির্মূল এবং শিশু মৃত্যু প্রতিরোধের লক্ষ্যে ১৫ মার্চ শনিবার সারা দেশের মতো সিলেট নগরেও জাতীয় ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইন-২০২৫ পালিত হবে।ক্যাম্পেইনের অংশ হিসেবে এদিন ৬ থেকে ১১ মাস বয়সী শিশুকে ইন্টারন্যাশনাল মাত্রার নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এছাড়া ১২-৫৯ মাস বয়সী শিশুকে ইন্টারন্যাশনাল মাত্রার একটি লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
বুধবার সিলেট সিটি করপোরেশন আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। এসময় সাংবাদিকদের ক্যাম্পেইনের বিস্তারিত তুলে ধরেন সিলেট সিটি করপোরেশনের সচিব মো: আশিক নুর ও প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা: জাহিদুল ইসলাম।
প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা: জাহিদুল ইসলাম বলেন, জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্দেশ্য ৬ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের মধ্যে ভিটামিন ‘এ’ এর অভাবজানিত রোগের প্রাদুর্ভাব এক শতাংশের নিচে নামিয়ে আনা এবং তা অব্যাহত রাখা। সেই সঙ্গে শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির মাধ্যমে অপুষ্টিজনিত মৃত্যু প্রতিরোধ করা। তবে ৬ মাসের কম বয়সী, ৫ বছরের বেশি বয়সী, ৪ মাসের মধ্যে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়েছে কিংবা অসুস্থ রয়েছে এমন শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো যাবে না বলে জানান তিনি।
ক্যাম্পেইনের দিন নিয়মিত টিকা দান কেন্দ্র বা ইপিআই আউটরিচ সেন্টার নামে পরিচিত কেন্দ্রগুলো ছাড়াও নগরের মোট ৩৬৮টি কেন্দ্র স্থাপন করা হবে। এরমধ্যে স্থানীয় কেন্দ্র ২৭টি এবং অস্থায়ী বা ভ্রাম্যমান কেন্দ্রের সংখ্যা ২৫৯টি। অস্থায়ী কেন্দ্রগুলো বাস টার্মিনাল, রেলওয়ে স্টেশন, ফেরি ঘাট, লঞ্চ ঘাটসহ জনবহুলস্থানে স্থাপন করা হবে। বঙ্গবন্ধু ব্রিজ ও দাউদকান্দী ব্রিজে টোল প্লাজার কাছাকাছি ক্যাম্প স্থাপন করা হবে।
প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, নগরের ৪২টি ওয়ার্ডের মোট ৭৮ হাজার ২৪১ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ প্লাস। এরমধ্যে ০৬-১১ মাস বয়সী শিশু ৮ হাজার ৮৬৫ জন এবং ১২-৫৯ মাস বয়সী শিশু ৬৯ হাজার ২৬৪ জন। এছাড়া প্রতিবন্ধী ০৬-১১ মাস বয়সী ১২ জন এবং ১২-৫৯ মাস বয়সী প্রতিবন্ধী ১০০ জন।
ক্যাম্পেইনে বাদ পড়া শিশুদের অভিভাবকরা চাইলে পরদিন (২ জুন) ইপিআই সেন্টার, কমিউনিটি ক্লিনিক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, জেলা হাসপাতাল গুলোতে ভিটামিন ‘এ’ ক্যাপসুল পাওয়া যাবে। এছাড়া অগ্রাধিকার ভিত্তিতে ১২টি জেলায় বাদ পড়া শিশুদের ঘরে ঘরে গিয়ে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইন সফলে নগরবাসীর সার্বিক সহযোগিতা চেয়েছেন সিলেট সিটি করপোরেশনের সচিব মো: আশিক নুর। তিনি বলেন, অপুষ্টিজনিত অন্ধত্ব নির্মূল এবং শিশু মৃত্যু প্রতিরোধের লক্ষ্যে এ ক্যাম্পেইন সফল করুন।