লাখো রোহিঙ্গার সঙ্গে ইফতার করবেন জাতিসংঘ মহাসচিব ও প্রধান উপদেষ্টা
প্রকাশিত হয়েছে : ১২ মার্চ ২০২৫, ১০:২৫:৩০ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক : চার দিনের সফরে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বৃহস্পতিবার ঢাকায় আসছেন। সফরকালে চট্টগ্রামে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের সময় তিনি মিয়ানমার থেকে বাস্তুচ্যুত হয়ে আসা এক লাখ রোহিঙ্গার সঙ্গে ইফতারে অংশ নেবেন, যেখানে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসও উপস্থিত থাকবেন।
বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে জাতিসংঘ মহাসচিবের সফরসূচি তুলে ধরে এসব তথ্য দেন প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।
তিনি বলেন, জাতিসংঘ মহাসচিব বৃহস্পতিবার বিকাল ৫টায় ঢাকা আসবেন। রোববার-১৬ মার্চ পর্যন্ত বাংলাদেশে অবস্থানের মধ্যে তার সফরের প্রধান কর্মসূচি শুক্র ও শনিবার (১৪ ও ১৫ মার্চ)। শুক্রবার তিনি প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করবেন।
আজাদ বলেন, এরপর ওইদিনই প্রধান উপদেষ্টাসহ জাতিসংঘ মহাসচিব রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে কক্সবাজার যাবেন। কক্সবাজারে প্রধান উপদেষ্টার আলাদা কিছু কর্মসূচি আছে। তিনি কক্সবাজার বিমানবন্দরের একটি প্রকল্প উদ্বোধন করবেন এবং একটি জলবায়ু উদ্বাস্তু কেন্দ্র পরিদর্শন করবেন। পাশাপাশি একটি মডেল মসজিদেরও উদ্বোধন করবেন।
জাতিসংঘ মহাসচিব কক্সবাজারে নেমে সরাসরি চলে যাবেন রোহিঙ্গা ক্যাম্পে। যেখানে তিনি একটি ক্যাম্পে রোহিঙ্গা শিশুদের নিয়ে একটি ক্যাম্পেইন এবং রোহিঙ্গাদের পুষ্টি ও সহায়তার বিষয় নিয়ে একটি প্রেজেন্টেশন শুনবেন। এরপর রোহিঙ্গা কালচারাল সেন্টারে গিয়ে সাংস্কৃতিক পরিবেশনা দেখবেন। এছাড়া তিনি কক্সবাজারের একটি লার্নিং সেন্টার পরিদর্শন করবেন।এসব অনুষ্ঠান শেষে জাতিসংঘ মহাসচিব রোহিঙ্গাদের সঙ্গে ইফতার করবেন, যেখানে প্রধান উপদেষ্টার উপস্থিত থাকার সূচি তুলে ধরে উপপ্রেস সচিব বলেন, আমরা আশা করছি, এক লাখ রোহিঙ্গা এই ইফতারে অংশ নেবেন।
ইফতার আয়োজন করা হচ্ছে প্রধান উপদেষ্টার সৌজন্যে। এটি রোহিঙ্গাদের জন্য একটি ইউনিক এক্সপেরিয়েন্স হবে, যেখানে তাদের দুঃখ-কষ্টের মাঝে কিছুটা স্বস্তি মিলবে। তিনি বলেন, তারা দুজন সেদিনই কক্সবাজার থেকে ফিরে আসবেন। পরদিন শনিবার মহাসচিব কর্মব্যস্ত দিন কাটাবেন। ঢাকায় জাতিসংঘের কার্যালয় পরিদর্শন করবেন। দুপুরে ঐকমত্য কমিশন এবং পরে নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন তিনি। সেদিনই সংবাদ সম্মেলনে আসবেন তিনি।
এরপর প্রধান উপদেষ্টা তার সম্মানে ইফতার ও রাতের খাবারের আয়োজন করেছেন, সেখানে যোগদান করবেন আন্তোনিও গুতেরেস। পরদিন তিনি বাংলাদেশ ছেড়ে যাবেন।