অবশেষে বৃটিশ নাগরিকত্ব ফিরে পেলেন আলোচিত শামীমা
প্রকাশিত হয়েছে : ১২ মার্চ ২০২৫, ১০:২৭:২৪ অপরাহ্ন
অবশেষে বৃটিশ নাগরিকত্ব ফিরে পেলেন আলোচিত শামীমাঅবশেষে বৃটিশ নাগরিকত্ব ফিরে পেয়েছেন আলোচিত বাংলাদেশি বংশোদ্ভূত শামীমা বেগম। সম্প্রতি যুক্তরাজ্যের সুপ্রিম কোর্ট এক রায়ে তার নাগরিকত্ব বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার করে নেয়। ১২ মার্চ, বুধবার বৃটিশ মানবাধিকার সংগঠন ‘ইউকে হিউম্যান রাইটস ব্লগ’ এক বিবৃতিতে জানিয়েছে, এন ৩ ও জেডএ বনাম যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী (২০২৫) ইউকেএসসি-৬ মামলার শুনানির পর আদালত এই রায় দেন। এর ফলে শামীমা আইনি দৃষ্টিকোণ থেকে আবারও বৃটিশ নাগরিক হিসেবে বিবেচিত হবেন।
মূলত জাতীয় নিরাপত্তার প্রশ্নে শামীমা বেগমসহ আরও একজন বৃটিশ নাগরিকের নাগরিকত্ব বাতিল করা হয়েছিল। তবে, আপিল বিভাগের দীর্ঘ শুনানির পর সুপ্রিম কোর্টের রায়ে বলা হয়, নাগরিকত্ব বাতিলের আদেশ প্রত্যাহারের ফলে তাদের বৃটিশ নাগরিকত্ব পুরো সময়ের জন্য কার্যকর থাকবে।
উল্লেখ্য, বাংলাদেশি বংশোদ্ভূত বৃটিশ নাগরিক শামীমা বেগম ২০১৫ সালে মাত্র ১৫ বছর বয়সে ইসলামিক স্টেট (আইএস)-এ যোগ দিতে সিরিয়ায় পাড়ি জমান। সেখানে তিনি ডাচ নাগরিক ইয়াগো রিয়েডিকে বিয়ে করেন এবং তিন সন্তানের জন্ম দেন। যাদের সবাই পরবর্তীতে মারা যায়। ২০১৯ সালে সিরিয়ার আল হোল শরণার্থী শিবিরে অবস্থানকালে বৃটিশ সরকার তার নাগরিকত্ব বাতিল করে। এরপর তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সাজিদ জাভিদ যুক্তি দিয়েছিলেন, জাতীয় নিরাপত্তার স্বার্থে শামীমার বৃটিশ নাগরিকত্ব বাতিল করা হয়েছে।