মানবিক মূল্যবোধ সম্পন্ন রাষ্ট্র গঠনে আমরা সংকল্পবদ্ধ : ডা. জাহিদ
প্রকাশিত হয়েছে : ১৩ মার্চ ২০২৫, ৫:৪০:৫১ অপরাহ্ন
রাষ্ট্র মেরামতের ৩১ দফাকে আরো ব্যাপকভাবে জনগণের কাছে পৌঁছে দিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা মোতাবেক সিলেট বিভাগের বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের জেলা ইউনিটের নেতৃবৃন্দকে নিয়ে ভার্চ্যুয়াল সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার রাতে আয়োজিত এই ভার্চ্যুয়াল সভায় বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) জিকে গাউছের সভাপতিত্ব ও সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকীর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা ডা: এজেডএম জাহিদ হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশের সব থেকে বৃহত্তম রাজনৈতিক দল হিসেবে বিএনপি এবং তার অঙ্গ ও সহযোগি সংগঠনের প্রতিটি স্তরের নেতা কর্মীকে গণতন্ত্র উত্তরণের পথে সমৃদ্ধশালী দেশ গড়তে আরো বেশি দায়িত্বশীল ভুমিকা পালন করতে হবে। বিএনপির কোন পর্যায়ের নেতা কর্মিরা কোন ধরনের অনৈতিকতায় জড়িত হতে পারে না কারণ বিএনপি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর আদর্শ ও নীতি নৈতিকতাকে ধারণ করে রাজনীতি করে। বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় আগামী দিনে সাম্যের ভিত্তিতে মানবিক মূল্যবোধ সম্পন্ন রাষ্ট্র গঠন করতে আমরা সদা সংকল্পবদ্ধ। বিএনপি অনুসৃত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা জনগণের কাছে আরো ব্যাপকভাবে পৌঁছে দিতে হবে এবং কোন দলীয় কোন নেতা কর্মি অনৈতিক কর্মকা-ে জড়িত থাকলে তার বিরুদ্ধে প্রমাণ সাপেক্ষে সাংগঠনিক ব্যাবস্থা গ্রহন করতে হবে।
সভায় আগামী তিন দিনের মধ্যে প্রত্যেকটি জেলা ইউনিটকে তার অধিনস্থ প্রতিটি উপজেলা/থানা কমিটির দায়িত্বশীল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের দায়িত্বশীলদের নিয়ে মিটিং করে সংগঠনের নির্দেশনা পৌঁছে দিতে নির্দেশ প্রদান করা হয়।
ভার্চ্যুয়াল সভায় উপস্থিতি ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য এনামুল হক চৌধুরী, খন্দকার আব্দুল মুক্তাদির ও আরিফুল হক চৌধুরী, জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কলিম উদ্দিন আহমদ মিলন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম নাসের রহমান, আবুল কাহের চৌধুরী শামীম ও মিজানুর রহমান চৌধুরী। জেলার নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট জেলা বিএনপি সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক ফজলুল করীম ময়ুন, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, মৌলভীবাজার জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপন, সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এডভোকেট আব্দুল হক, হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মিজানুর রহমান, এনামুল হক, সিলেট জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম, সিলেট মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বক্ত তারেক, মৌলভীবাজার জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জ্বল, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খাঁন জামাল, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুবুল হক চৌধুরী, মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জি এম মুক্তাদির রাজু, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মোর্শেদ, সুনামগঞ্জ জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আমিনুর রশিদ আমিন, সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ, সিলেট মহানগর যুবদলের সাধারণ সম্পাদক, মির্জা সম্রাট, মৌলভীবাজার জেলা যুবদলের সাধারণ সম্পাদক মুহিতুল ইসলাম মুহিত, সুনামগঞ্জ জেলা যুবদলের সাধারণ সম্পাদক এডভোকেট মামুনুর রশিদ কয়েস, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফসর খাঁন, মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আহাদ আলম, সুনামগঞ্জ জেলা কৃষকদলের সভাপতি আনিসুল হক, মৌলোভীবাজার কৃষক দলের সভাপতি শামীম আহমদ, সুনামগঞ্জ জেলা আইনজীবী ফোরামের সভাপতি এডভোকেট মাশুক আলম, সিলেট জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জুবের আহমদ, সিলেট মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষ, হবিগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজীব রিংগন, মৌলভীবাজার জেলা ছাত্রদলের সভাপতি রুবেল আহমদ, সিলেট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক হাজী দেলোয়ার হোসেন দিনার, সিলেট মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে এহসান রাব্বি, মৌলভীবাজার জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক, আকিবুর রহমান সোহান প্রমুখ। বিজ্ঞপ্তি