বড়লেখায় নির্বাচন কর্মকর্তা কর্মচারিদের মানববন্ধন
প্রকাশিত হয়েছে : ১৩ মার্চ ২০২৫, ৫:৪৯:৫৭ অপরাহ্ন
বড়লেখা প্রতিনিধি: নির্বাচন কমিশনের অধীনে চলমান জাতীয় পরিচপত্র (এনআইডি) সেবা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্তের সরকারি পরিকল্পনায় জনদুর্ভোগ মারাত্মক আকার ধারণের আশংকা করছেন সংশ্লিষ্টরা। এনআইডি সেবা ইসির অধীনে বহাল রাখার দাবিতে উপজেলা নির্বাচন কর্মকর্তা ও কর্মচারিরা বৃহস্পতিবার সকাল এগারোটা থেকে দুপুর একটা পর্যন্ত কর্মবিরতি ও পরে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। এতে সেবাগ্রহীতারাও অংশ নেন।
মানববন্ধন সমাবেশে বক্তব্য দেন উপজেলা নির্বাচন কর্মকর্তা হাফিজুর রহমান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রব, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা পিন্টু দাশ, সেবাগ্রহীতা সমরেশ চন্দ্র দেবনাথ, নির্বাচন অফিসের কর্মচারি অমলেন্দু দাশ, বিবেকানন্দ দাশ প্রমুখ।