কুলাউড়ায় ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের সেক্রেটারীকে সংবর্ধনা
প্রকাশিত হয়েছে : ১৩ মার্চ ২০২৫, ৫:৫০:৪৫ অপরাহ্ন
কুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও রুপালী ব্যাংকের ম্যানেজার মো. পারভেজ আহমদকে বদলিজনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বুধবার বিকেলে শহরস্থ রুপালী ব্যাংকের কার্যালয়ে বিদায় উপলক্ষে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে তাকে ক্রেস্ট প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আবু বকর সিদ্দিক, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও জনতা ব্যাংকের ম্যানেজার মো. বজলুর রশীদ, সিটি ব্যাংকের ম্যানেজার আহমদ সারওয়ার ফেরদৌস, ইসলামী ব্যাংকের শাখা প্রধান মো. সাইফুল ইসলাম, অগ্রণী ব্যাংকের ম্যানেজার মো. খায়রুজ্জামান, অগ্রণী ব্যাংক কর্মধা শাখার ম্যানেজার প্রদীপ কান্ত দত্ত, ইউসিবি ব্যাংকের ম্যানেজার তানভীর আহমেদ, সোশ্যাল ইসলামী ব্যাংকের ম্যানেজার খন্দকার আনোয়ার মাসুমসহ বিভিন্ন ব্যাংকের ম্যানেজাররা।