জৈন্তায় ইসির অধীন এনআইডি সেবা রাখার দাবীতে মানববন্ধন
প্রকাশিত হয়েছে : ১৩ মার্চ ২০২৫, ৫:৫৩:২৩ অপরাহ্ন
জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুরে নির্বাচন কমিশনের অধীনে জাতীয় পরিচয়পত্র সেবা রাখার দাবীতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালিত হয়।বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের সামনে এই মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেন উপজেলা নির্বাচন অফিসের কর্মকর্তা ও কর্মচারীগণ। এ বিষয়ে জৈন্তাপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা আবুল কালাম বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারা দেশের ন্যায় জৈন্তাপুর উপজেলায় আমরা তা পালন করেছি। মানববন্ধন ও অবস্থান কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা নির্বাচন অফিসের ডাটা এন্ট্রি অপারেটর লাবিব আহমেদ, মাঈনুল ইসলাম খান ও ফাহিম আহমেদ।