কুলাউড়ায় শ্রমিক কল্যাণের ফুড প্যাক বিতরণ
প্রকাশিত হয়েছে : ১৩ মার্চ ২০২৫, ৫:৫৪:৪৭ অপরাহ্ন
কুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় শতাধিক শ্রমিকদের মধ্যে ফুড প্যাকেট বিতরণ করা হয়েছে। বুধবার উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে পৃথিমপাশা ইউনিয়নের সদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ ফুড প্যাকেট বিতরণ করা হয়। ফেডারেশনের সভাপতি মোহাম্মদ আলাউদ্দিনের সভাপতিত্বে ও সেক্রেটারি দিদার হোসাইনের পরিচালনায় বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেডারেশনের জেলার উপদেষ্টা ও কুলাউড়া আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ইঞ্জিনিয়ার এম সায়েদ আলী।
বিশেষ অতিথি ছিলেন জেলা ফেডারেশনের সভাপতি মোহাম্মদ আলাউদ্দিন শাহ ও কুলাউড়া উপজেলার প্রধান উপদেষ্টা অধ্যাপক আব্দুল মুন্তাজিম প্রমুখ। এ সময় ফেডারেশনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।