এমসি কলেজে কর্মচারী সমিতির ইফতার মাহফিল
প্রকাশিত হয়েছে : ১৩ মার্চ ২০২৫, ৭:৩৫:৪৪ অপরাহ্ন
সিলেটের মুরারিচাঁদ (এমসি) কলেজে কর্মচারী সমিতি ও পরিষদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার কলেজের ১০ তলা ভবনের নীচতলায় বাংলাদেশ চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতি ও বেসরকারি কর্মচারী পরিষদের উদ্যোগে এই দোয়া ও ইফতার মাহফিল হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন এমসি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল আনাম মো. রিয়াজ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. আকমল হোসেন। এসময় কলেজের বিভিন্ন বিভাগের প্রধান ও শিক্ষকবৃন্দ, কর্মচারী সমিতি ও পরিষদের সদস্যবৃন্দ।
বেসরকারি কর্মচারী পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মো. হুমায়ুন রশিদের সঞ্চালনায় ও মুরারিচাঁদ কলেজ কর্মচারী সমন্বয় পরিষদের সভাপতি ও প্রধান সহকারী সনজয় কুমার দে এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন বাংলাদেশ ৪র্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতির সভাপতি মো. মুসলেক আহমদ, বেসরকারি কর্মচারী পরিষদের সভাপতি প্রভাত মালাকার।
ইফতার মাহফিলে মোনাজাত করেন এমসি কলেজ ও ছাত্রাবাস মসজিদের ইমাম হাফিজ আব্দুল খালিক আনছার। বিজ্ঞপ্তি