বালাগঞ্জে ৮ মামলার আসামী গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ১৩ মার্চ ২০২৫, ৭:৫৪:৪০ অপরাহ্ন
বালাগঞ্জ প্রতিনিধি: বালাগঞ্জ উপজেলার বোয়ালজুর ইউনিয়নের নাশিয়ারপুর গ্রামে ডাকাতি মামলার আসামীকে গ্রেফতার করেছে বালাগঞ্জ থানা পুলিশ। গ্রেপ্তারকৃত আসামি হলো, বালাগঞ্জ উপজেলার বোয়ালজুর ইউনিয়নের নাশিয়ারপুর গ্রামের মৃত তৈয়ব উল্লাহ ছেলে আবুল হোসেন রিপন (৩৫)।
পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশের ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করে মঙ্গলবার রাতে বোয়ালজুরের নাশিয়ারপুর গ্রাম থেকে গ্রেপ্তারের পর বিকেলে কারাগারে প্রেরণ করা হয়। ওসি মোঃ ফরিদ উদ্দিন আহমেদ ভূঁইয়া গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, উক্ত আসামীর বিরুদ্ধে মোট ৮ টি মামলা রয়েছে।