ইবনে সিনা কনসালটেশন সেন্টার মীরগঞ্জের ইফতার মাহফিল
প্রকাশিত হয়েছে : ১৩ মার্চ ২০২৫, ৭:৫৭:১০ অপরাহ্ন
গোলাপগঞ্জ প্রতিনিধি: গোলাপগঞ্জে ইবনে সিনা কালেকশন এন্ড কনসালটেশন সেন্টার মীরগঞ্জের উদ্যোগে পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ইফতার মাহফিলপূর্ব আলোচনা সভায় মীরগঞ্জ বিজনেস ফোরামের এমডি আব্দুল আজিজ জামালের সভাপতিত্বে ও ইবনে সিনা কালেকশন এন্ড কনসালটেশন সেন্টার মীরগঞ্জের ইনচার্জ হাবীবুল্লাহ দস্তগীর ও মার্কেটিং অফিসার দেলাওয়ার হোসাইনের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইবনে সিনা হাসপাতাল সিলেট লিমিটেড’র চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইবনে সিনা হাসপাতাল সিলেটের এজিএম ও হেড অব মার্কেটি মোহাম্মদ ওবায়দুল হক, সিনিয়র এসিস্ট্যান্ট ম্যানেজার (স্টোর পারচেইজ) মাওলানা কমর উদ্দিন।
বক্তব্য রাখেন মীরগঞ্জ বাজার বণিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক আবুল বাশার রানিক, মীরগঞ্জ বিজনেস ফোরামের ডায়রেক্টর হাফিজ কাওছার আহমদ।
মীরগঞ্জ বিজনেস ফোরামের শেয়ার হোল্ডার হাফিজ আব্দুল হালিমের পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন রাজনীতিবিদ আতিকুর রহমান, মীরগঞ্জ বিজনেস ফোরামের ডাইরেক্টর সয়েফ উদ্দিন, মাসুক আহমদ, দেলোয়ার হোসেন, মাস্টার আব্দুল করিম, কবির আহমদ, জাবেদ আহমদ, মানিককোনা স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল সেলিম উদ্দিন, সলিমা খানম বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নুরুল ইসলাম, ৫নং উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন বিএনপির সেক্রেটারি মো: সঞ্জিত আলী, ভাদেশ্বর ইউনিয়ন জামায়াতের সহ সভাপতি মাওলানা লুৎফুর রহমান, এক্সিম ব্যাংক মোকামবাজার শাখার ম্যানেজার জয়নাল আবেদীন, সমাজসেবী আলহাজ নুরুল আম্বিয়া গৌছ প্রমুখ।