সিলেটে আইনজীবী সমিতির ইফতার মাহফিল
প্রকাশিত হয়েছে : ১৩ মার্চ ২০২৫, ৭:৫৮:৫২ অপরাহ্ন
সিলেট জেলা আইনজীবী সমিতির ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সিলেট জেলা আইনজীবী সমিতির ১ ও ২ নম্বর বার হলে এ ইফতার মাহফিল পরিণত হয়েছিল বিচারক ও আইনজীবীদের মিলনমেলায়।
সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট সরওয়ার আহমদ চৌধুরী (আবদাল) এর সভাপতিত্বে এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। সিলেট জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ জোবায়ের বখ্ত জুবের এর নির্দেশনায় এবং সমিতির যুগ্ম সম্পাদক-১ এডভোকেট মোঃ অহিদুর রহমান চৌধুরী ও যুগ্ম সম্পাদক-২ এডভোকেট মোঃ রব নেওয়াজ রানা এর যৌথ সঞ্চালনায় দোয়া ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন সিলেটের সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ আশফাকুর রহমান, মহানগর দায়রা জজ রোকনুজ্জামান, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আ.ন.ম. ইলিয়াছ, চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু ওবাইদা, বিভিন্ন ট্রাইব্যুনালের বিচারকবৃন্দ এবং সিলেট জেলা এবং মহানগর দায়রা জজ আদালতের বিচারকবৃন্দ।
আরও উপস্থিত ছিলেন সিলেট জেলা আইনজীবী সমিতির সহ সভাপতি-১ এডভোকেট জ্যোতির্ময় পুরকায়স্থ (কাঞ্চন), সহ সভাপতি-২ এডভোকেট মোহাম্মদ মখলিছুর রহমান, প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট মোঃ ছয়ফুল আলম, সহকারী নির্বাচন কমিশনার এডভোকেট মোঃ আব্দুল্লাহ আল হেলাল ও এডভোকেট মোঃ কাওছার জুবায়ের, কার্যনির্বাহী কমিটির সদস্য সর্বজনাব এডভোকেট মোঃ গিয়াস উদ্দিন, এডভোকেট এ.এস.এম. আব্দুল গফুর, এডভোকেট এ.কে.এম. ফখরুল ইসলাম, এডভোকেট আব্দুল মালিক, এডভোকেট কল্যাণ চৌধুরী, এডভোকেট আশিক উদ্দিন (আশুক), এডভোকেট জুবের আহমদ খান, এডভোকেট আবু মোঃ আসাদ, এডভোকেট মোঃ আলীম উদ্দিন ও এডভোকেট মোঃ ছয়ফুল হোসেন প্রমুখসহ সমিতির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সমিতির সিনিয়র ও জুনিয়র আইনজীবীবৃন্দ। মুসলিম উম্মাহ ও বাংলাদেশের শান্তি কামনায় দোয়া পরিচালনা করেন সিলেট জেলা জজ কোর্ট জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি আব্দুল জলিল। বিজ্ঞপ্তি