নাইওরপুলে ২ ছিনতাইকারী আটক
প্রকাশিত হয়েছে : ১৩ মার্চ ২০২৫, ৯:০৪:৪০ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : নগরীর নাইওরপুল পয়েন্ট থেকে ২ ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। ডিউটিরত ট্রাফিক পুলিশের সাহসিকতায় দেশীয় অস্ত্রসহ তাদের আটক করা হয়। আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।
জানা গেছে, বুধবার সকালে নাইওরপুল পয়েন্টে ট্রাফিক ডিউটিতে নিয়োজিত ছিলেন ট্রাফিক সার্জেন্ট সোহান সরকার ও তার সঙ্গীয় ফোর্স কনস্টেবল ফরহাদ, অলিউর রহমান ও রিপন মিয়া। সকাল ৯ টার দিকে শিবগঞ্জ রোড থেকে বেপরোয়া গতিতে আসা একটি মোটরসাইকেল নজরে আসে সার্জেন্ট সোহানের। সন্দেহ হলে তিনি মোটরসাইকেলটি থামানোর জন্য সংকেত দেন। তবে, চালক সংকেত উপেক্ষা করে দ্রুত লেন পরিবর্তন করে পালানোর চেষ্টা করে এবং একটি রিকশাকে ধাক্কা দেয়, ফলে রিকশাচালক আহত হন।
ট্রাফিক সার্জেন্ট সোহান সরকার ও তার দল দ্রুত এগিয়ে এসে মোটরসাইকেলে থাকা এক আরোহীকে আটক করেন। তবে অপরজন দৌড়ে পালানোর চেষ্টা করলে সার্জেন্ট সোহান নিজেই তাকে ধরতে উদ্যোগী হন। তিনি সঙ্গীয় ফোর্স নিয়ে ধাওয়া করেন ও মিরাবাজার রোড সংলগ্ন একটি গলি থেকে আটক করেন।
আটককৃতরা হলো- শাহপরান থানাধীন পীরেরবাজার এলাকার জব্বার মিয়ার ছেলে মানিক ওরফে হীরা মিয়া (৪০) ও খাদিমপাড়ার ইসরাব আলীর ছেলে মোজায়েল আহমদ (২৮)। আটককৃত ব্যক্তির সাথে থাকা ব্যাগ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
এ ঘটনায় উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মোহাম্মদ মাহফুজুর রহমানের নির্দেশে আটককৃত দুই যুবককে মোটরসাইকেল ও অস্ত্রসহ কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়। এরপর তাদের আদালতে সোপর্দ করা হয়।