বিপুল ইয়াবাসহ ২ জন গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ১৩ মার্চ ২০২৫, ৯:০৫:১৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেটের গোয়াইনঘাট থেকে বিপুল পরিমাণ ইয়াবাসহ ২ জনকে আটক করেছে পুলিশ। বুধবার বিকেলে গোয়াইনঘাট থানাধীন ৩নং পূর্ব জাফলং ইউপির নলজুড়ি এলাকায় অভিযান পরিচালনা করে এসব মাদক জব্দ করে গোয়াইনঘাট থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৬২০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। আটককৃতরা হলেন, গোয়াইনঘাট থানার নলজুড়ি গ্রামের মুছা মিয়ার ছেলে জহির উদ্দিন (৫৫) ও একই এলাকার মৃত রজব আলীর ছেলে শাহাব উদ্দিন (৫৫)।
বৃহস্পতিবার এর সত্যতা নিশ্চিত করে গোয়াইনঘাট থানার ওসি সরকার তোফায়েল আহমেদ জানান, মাদক আইনের মামলায় আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।