এসএমপি ও ফায়ার সার্ভিসের অগ্নি নির্বাপন মহড়া অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ১৩ মার্চ ২০২৫, ৯:০৬:৫০ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সিলেটের সহযোগিতায় সিলেট মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে অগ্নি নির্বাপন ও উদ্ধার বিষয়ে মহড়া সম্পন্ন হয়েছে। বুধবার সিলেট মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তর প্রাঙ্গনে এই মহড়া অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন এসএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) মোঃ আমিনুর রহমান (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), এসএমপি সদর দপ্তরে কর্মরত অফিসার ও ফোর্সগণ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর কর্মকর্তা ও প্রশিক্ষক দল। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সিলেটের সুদক্ষ প্রশিক্ষক দল উক্ত মহড়া পরিচালক করেন। অনাকাঙ্খিত অগ্নিকান্ডের ঘটনায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পরিচালিত প্রশিক্ষণ মহড়ায় সদর দপ্তরে কর্মরত অফিসার ও ফোর্সদের প্রশিক্ষণ প্রদান করা হয়।