সিলেটে একদিনে ২ জনের ঝুলন্ত মরদেহ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ১৩ মার্চ ২০২৫, ৯:১১:৫০ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেটের পৃথক স্থান থেকে এক যুবক ও এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার সিলেট সদর ও কোম্পানীগঞ্জ উপজেলা থেকে এসব মরদেহ উদ্ধার করে পুলিশ। দুটি আত্মহত্যা বলে পুলিশ সূত্র জানিয়েছে।জানা গেছে, বুধবার বেলা ২টার দিকে কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ আদর্শগ্রামের নিজ বাড়ি থেকে জুনাইদ আহমদ (২২) ও একই দিন দুপুরে সিলেট সদর উপজেলার ইসলামপুরের বসতঘর থেকে মোবারক আলী মোল্লা (৭০) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত জুনাইদ আহমদ কোম্পানিগঞ্জের ভোলাগঞ্জ আদর্শগ্রামের আব্দুল করিমের ছেলে। তার পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, পরিবারিক কলহের জের ধরে বুধবার সকালে তার স্ত্রী ঘর থেকে বের হয়ে যান। পরে জুনাইদ ঘরের ভেতর গলায় দড়ি পেঁচিয়ে আত্মহত্যা করেন। পরিবারের সদস্যরা ঘটনা টের পেয়ে দরজা ভেঙে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কোম্পানীগঞ্জ থানার ওসি উজায়ের আল মাহমুদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এবং সুরতহাল প্রতিবেদন তৈরির পর মরদেহ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা ধারণা করা হলেও মরদেহের ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর প্রকৃত ঘটনা নিশ্চিত হওয়া যাবে। আপাতত এ ঘটনায় অপমৃত্যুর মামলা নেওয়া হয়েছে।
একইদিন দুপুরে সিলেট সদর উপজেলার ইসলামপুরের একটি কলোনি থেকে বৃদ্ধ মোবারক আলী মোল্লার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। তিনি ওই এলাকার একটি কলোনিতে বসবাস করতেন। পুলিশ জানায়, স্থানীয়দের মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পুলিশ কলোনির একটি ঘর থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। নিহতের সন্তানরা দাবি করছেন, তাদের বাবা মানসিক ভারসাম্যহীন ছিলেন।
এসএমপির শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন বলেন, ওই বৃদ্ধ কী কারণে আত্মহত্যা করলেন, তা খতিয়ে দেখা হচ্ছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মরদেহ পাঠানো হয়েছে।