র্যাবের পৃথক অভিযানে ইয়াবা-মদসহ আটক ২
প্রকাশিত হয়েছে : ১৩ মার্চ ২০২৫, ৯:৩০:৩৪ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেটে পৃথক অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ও মদসহ ২ জনকে আটক করেছে র্যাব-৯। জকিগঞ্জ ও গোয়াইনঘাটে পৃথক অভিযানে তাদের আটক করা হয়। এসময় ৩৮৪৯ পিস ইয়াবা ও ১০৮ বোতল বিদেশী মদ জব্দ করা হয়।এর সত্যতা নিশ্চিত করেছেন র্যাব-৯ এর মিডিয়া অফিসার এএসপি মো. মশিহুর রহমান সোহেল।
র্যাব সূত্র জানিয়েছে, জকিগঞ্জ থেকে ৩৮৪৯ পিস ইয়াবাসহ একজনকে আটক করেছে র্যাব-৯। মঙ্গলবার (১১ মার্চ) সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। আটককৃতের নাম মোঃ নজরুল ইসলাম (৫৫)। সে জকিগঞ্জ থানার রসুলপুর গ্রামের মৃত আঃ লতিফের ছেলে।
অপরদিকে, একই রাত ১০টা ৪০ মিনিটের দিকে অপর এক অভিযান চালিয়ে গোয়াইনঘাট থানাধীন পূর্ব জাফলং ইউনিয়নের নলজুরি বাজার এলাকা থেকে ১০৮ বোতল বিদেশি মদসহ মোঃ মিজানুর রহমান (১৯) নামের আরও ১ জনকে গ্রেফতার করা হয়। সে গোয়াইনঘাট থানার নলজুরী গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।
আইনানুগ ব্যবস্থা গ্রহণপূর্বক আটককৃতদের সংশ্লিষ্ট থানায় হস্থান্তর করেছে এবং মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে র্যাব-৯।