নিত্যপণ্য নিয়ে দুঃখ-কষ্টে অধিকাংশ মানুষ : কয়েস লোদী
প্রকাশিত হয়েছে : ১৩ মার্চ ২০২৫, ৯:৩৬:০৩ অপরাহ্ন
নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে না পারলে দেশের সম্ভাবনা শেষ হয়ে যাবে বলে মন্তব্য করেছেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী। তিনি বলেন, নিত্যপণ্য নিয়ে দুঃখ-কষ্টে অধিকাংশ মানুষ। বিএনপি এই দেশের জনগণের দল। তাই সবাইকে নিয়ে সবচেয়ে বেশি ভাবতে হয় বিএনপিকে। শুধু রমজানে নয় বিএনপি বিগত সময়ে করোনা মহামারিত ও বন্যা দুর্যোগ চলাকালে দেশের মানুষের পাশে দাঁড়িয়ে নিজের সাধ্য মত সহযোগিতার হাত প্রসারিত করে দিয়েছিলো। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ানম্যান তারেক রহমানের নির্দেশে দেশের মানুষের পাশে অতীতে ছিলো, বর্তমানেও আছে, আগামীতেও থাকবে ইনশাআল্লাহ।
তিনি বৃহস্পতিবার নগরীর জিতু মিয়ার পয়েন্টে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের উদ্যোগে অসহায়, সুবিধা-বঞ্চিত ও পথচারীদের মধ্যে ইফতার বিতরণ কর্মসূচির উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্য উপরোক্ত কথাগুলো বলেন।
কোতোয়ালী থানা বিএনপির সভাপতি ওলিউর রহমান চৌধুরী সুহেলের সভাপতিত্বে ও মহানগর বিএনপির ক্রীড়া সম্পাদক তোফায়েল আহমদের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নজিবুর রহমান নজিব, মহানগর বিএনপির সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, প্রচার সম্পাদক বেলায়েত হোসেন মোহন, প্রকাশনা সম্পাদক দেওয়ান আরাফাত জাকি, মহানগর যুবদল নেতা উসমান গণি, মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক আব্দুস সালাম টিপু, শফিকুর রহমান শফিক প্রমুখ। বিজ্ঞপ্তি