তাজপুরে ৭নং ওয়ার্ড জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ১৪ মার্চ ২০২৫, ৩:৪২:৫৭ অপরাহ্ন

৭নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি মো. আজেফর আলীর সভাপতিত্বে ও বায়তুলমাল সেক্রেটারি এনামুল হকের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে সাফির আহমদ রমজান মাসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বলেন, “রমজান মাস তাকওয়া অর্জনের মাস। এই মাসে আমরা আমাদের আত্মশুদ্ধি উন্নতির চেষ্টা করব।” ইসলামের সঠিক বার্তা ও শিক্ষা সমাজের প্রতিটি স্তরে পৌঁছে দিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে। ইফতার ও দোয়া মহামিলনের মতো অনুষ্ঠানের মাধ্যমে আমরা সমাজে ঐক্য ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করতে চাই,এ ধরণের অনুষ্ঠান আমাদেরকে ঐক্যবদ্ধ করে এবং সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় ভূমিকা রাখে।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি রেদওয়ান খান,সেক্রেটারি নুর আলী, তাজপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি জাহেদ আহমদ,উছমানপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আব্দুল করিম সাচ্ছু, উছমানপুর ইউনিয়ন জামায়াত নেতা এ এস এম জাকারিয়া চৌধুরী,ইসলামী সমাজকল্যাণ পরিষদ,ওসমানীনগর এর সভাপতি মো: আনোয়ার হোসেন,তাজপুর ইউনিয়ন জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি জালাল আহমদ,আব্দুল আলিম,ওসমানীনগর উপজেলা উত্তর ছাত্রশিবিরের সেক্রেটারি তোফায়েল আহমদ শিমুল,বোয়ালজুড় ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি জুবের খান,১নং ওয়ার্ড সভাপতি ইউপি সদস্য কামরুজ্জামান তোরন,উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের তথ্য ও প্রচার সম্পাদক জিয়াউর রহমান,ইউনিয়ন নির্মাণ শ্রমিক ট্রেড এর সভাপতি আলাউর রহমান বুধু,৭নং ওয়ার্ড সহ-সভাপতি নোমান আহমদ,শাহ আল আমিন, সেক্রেটারি জামিল আহমদ,ইউনিট সেক্রেটারি নুরুল ইসলাম,প্রচার সম্পাদক সুবেল আহমদ,জামায়াত নেতা কাজী আযাদ,মাসুম জায়গীরদার, জিলু মিয়া প্রমুখ।