শ্রীমঙ্গলে ৩৫ হাজার ৬শ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ
প্রকাশিত হয়েছে : ১৪ মার্চ ২০২৫, ৭:১৭:৪০ অপরাহ্ন
শ্রীমঙ্গল সংবাদদাতা: জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে আজ শনিবার শ্রীমঙ্গল উপজেলায় ৩৫ হাজার ৫৯৭ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। শুক্রবার সকালে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সিনথিয়া তাসমিন জানান, ৬ মাস থেকে ১১ মাস বয়সী ৩ হাজার ৮৭০ জন শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ৩১ হাজার ৭২৭ জন শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। কর্মসুচী চলাকালে মোট ৩৫ হাজার ৫৯৭ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
ডা. সিনথিয়া তাসমিন আরো জানান, এ ক্যাস্পেইন সফল করতে উপজেলায় ২১৭ টি কেন্দ্রের মাধ্যমে শিশুদের ক্যাপসুল খাওয়াতে ৪৩৪ জন ভলান্টিয়ার নিয়োজিত থাকবে। এছাড়াও ১০৮ জন সুপারভাইজার কাজ করবে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ কার্যক্রম চলবে।