শ্রীমঙ্গলে ক্বেরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ১৪ মার্চ ২০২৫, ৭:২৬:০৩ অপরাহ্ন
শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মাহে রমজান উপলক্ষে দিনব্যাপী উপজেলাভিত্তিক ক্বেরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার শহরের ভানুগাছ রোডস্থ মহসিন অডিটোরিয়ামে সকাল ৯টায় প্রতিযোগিতার উদ্বোধন ও পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানে প্রধান অতিথি পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মো. ইসলাম উদ্দিন।
শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম এর সভাপতিত্বে ও শ্রীমঙ্গল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মো. এহসানুল হক এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন শ্রীমঙ্গল নতুন বাজার জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা জামাল উদ্দিন, শ্রীমঙ্গল জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা আব্দুল কুদ্দুস নিজামী, উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা ফেরদাউস আহমদ, আল খলীল কুরআন শিক্ষা বোর্ড বাংলাদেশের কেন্দ্রীয় সহসভাপতি ক্বারী মাওলানা হিলাল আহমদ, বাইতুল আমান জামে মসজিদের ইমাম মাওলানা মুফতি মোহাম্মদ ইউসুফ ও শ্যামলী জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা নুরুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশন শ্রীমঙ্গলের ফিল্ড সুপারভাইজার আব্দুল বারীসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি, মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকগণ। প্রতিযোগিতা শেষে ক, খ, গ এবং হিফজ গ্রুপের প্রথম স্থান অর্জনকারীকে নগদ ৩ হাজার, দ্বিতীয় স্থান অর্জনকারীকে ২ ও তৃতীয় স্থান অর্জনকারীকে ১ হাজার টাকা পুরস্কার দেওয়া হয়। এছাড়া বিজয়ী ৪ ছাত্রীকে বিশেষ পুরস্কার হিসেবে নগদ টাকা উপহার দেওয়া হয়। প্রতিযোগিতায় শ্রীমঙ্গল উপজেলার আলিয়া, ইবতোয়ি, কওমি, নূরানী, হাফেজি মাদরাসার প্রায় ৪০টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।