ফেঞ্চুগঞ্জ সারকারখানায় উৎপাদন বন্ধ
প্রকাশিত হয়েছে : ১৪ মার্চ ২০২৫, ৮:১৬:৫৮ অপরাহ্ন
ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি: শাহজালাল সারকারখানার উৎপাদন বন্ধ হয়ে গেছে। যান্ত্রিক ত্রুটি মেরামতের জন্য ১৪ মার্চ বৃহস্পতিবার সারকারখানার বিদ্যমান প্লান্টগুলো শাটডাউন করার ফলে বন্ধ হয়ে যায় ইউরিয়া ও অ্যামোনিয়ার উৎপাদন।
টানা প্রায় পাঁচ মাস চালু থাকার পর বিভিন্ন প্লান্টে গত কিছুদিন থেকে ত্রুটি দেখা দেয়ায় সারকারখানা কর্তৃপক্ষ মেরামতের জন্য সারকারখানা বন্ধের সিদ্ধান্ত নেন। বিষয়টি নিশ্চিত করেন, শাহজালাল ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের জিএম (প্রশাসন) এটিএম বাকী। তিনি জানান, ফেঞ্চুগঞ্জ সারকারখানার ইউরিয়া ও আমোনিয়াসহ সব প্লান্টে কিছুদিন থেকে যান্ত্রিক ত্রুটি দেখা দিচ্ছে তাই মেশিনগুলো বন্ধ করে ১৫দিনের জন্য মেরামত কাজ হাতে নেয়া হয়েছে।
জানা গেছে, নির্মাণকাজ সম্পন্ন হওয়ার পর ফেঞ্চুগগঞ্জ শাহজালাল সারকারখানায় বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু হয় ২০১৬ সালের ৬ মার্চ। যাত্রা শুরুর পর থেকে আধুনিক প্রযুক্তি সমৃদ্ধ এ সারকারখানার উৎপাদন আশার সঞ্চার করে। সুত্র জানায়, করোনাকালীন সময়ে জীবনের ঝুঁিক নিয়ে সারকারখানার শ্রমিক কর্মকর্তা কর্মচারিসহ সকলের ঐকান্তিক প্রচেষ্টায় ওই সারকারখানায় উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জিত হয়। দৈনিক ১৭৬০ টন ইউরিয়া উৎপাদনের লক্ষ্যে এটি স্থাপিত হলেও ক্রমান্বয়ে হ্রাস পাচ্ছে ফেঞ্চুগঞ্জ সারকারখানার উৎপাদন। চলতি মার্চ মাসের ১১ তারিখ উৎপাদন হয় ১ হাজার টন সার। বর্তমানে গড়ে দৈনিক হাজার টনের মধ্যেই সীমাবদ্ধ হয়ে পড়েছে সারকারখানার উৎপাদন। উৎপাদন হ্রাসের জন্য সময় মত ওভারহোলিং (পুনসংস্কার) না হওয়াকে দায়ী করা হচ্ছে।
শাহজালাল ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কাজী আশরাফুল ইসলাম জানান, বিগত অওয়ামীলীগ সরকারের আমল থেকে ওভারহোলিংয়ের জন্য বার বার জানানো হলেও আমলাতান্ত্রিক জটিলতায় বিলম্ব হয় সংস্কার কাজ। আগামী বছর সুবিধাজনক সময়ে ওভারহোলিং কাজ করা যাবে বলে তিনি আশাবাদ ব্যাক্ত করেন।
শাহাজালাল সারকারখানার উৎপাদন বিভাগ জানায়, চলতি অর্থ বছর ফেঞ্চুগঞ্জ সারকারখানার উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয় ৩ লাখ ৮০ হাজার টন। গত জুলাই থেকে চলতি বছরের মার্চের ১১ তারিখ পর্যন্ত উৎপাদন হয়েছে ১ লাখ ৯০ হাজার ২০৪ টন সার। আমেরিকা ও ন্যাদারল্যান্ডের প্রযুক্তিতে চায়নার মেসার্স কমপ্লান্ট শাহাজালাল সারকারখানা নির্মাণ করে। ২০১২ সালের ২৪ মার্চ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। ৪৪ মাসে প্রকল্পটি বাস্তবায়ন করা হয়। ফেঞ্চুগঞ্জ পুরনো সারকারখানার পাশে ৬৭ একর জায়গাজুড়ে প্রতিষ্ঠিত হয় অত্যাধুনিক শাহজালাল সারকারখানা।