শাবিতে মৌলভীবাজার স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
প্রকাশিত হয়েছে : ১৪ মার্চ ২০২৫, ৯:০৪:১৯ অপরাহ্ন
শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) অধ্যয়নরত মৌলভীবাজার থেকে আগত শিক্ষার্থীদের সংগঠন ‘মৌলভীবাজার স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব সাস্ট’র কার্যনির্বাহী কমিটি ২০২৫ নতুন সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থী নাঈম আলম ও সাধারন সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী মাজেদুর রহমান।
বৃহস্পতিবার সোস্যাল সায়েন্স বিল্ডিংয়ের ৩য় তলায় ইফতার ও দোয়া অনুষ্ঠানের মাধ্যমে নতুন কার্যনির্বাহী কমিটির আনুষ্ঠানিক ঘোষণা করা হয়। অনুষ্ঠানে সদ্য সাবেক কমিটির সভাপতি আকাশ নাইডু এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা অধ্যাপক আশরাফুল ইসলাম, অধ্যাপক নূর উদ্দিন আহমেদ ও আহমেদ মাহবুব ফেরদৌসী। এছাড়াও উপস্থিত ছিলেন সাবেক কমিটির জিএস অভিরূপ দেব রয়, এলামনাই সদস্য গৌরব রায়, প্রিয়াব্রত কৈরীসহ বিভিন্ন বর্ষের শিক্ষার্থীবৃন্দ।