বিয়ে বাড়িতে গান বাজানোকে কেন্দ্র করে হামলা, আহত ১৫ জন
প্রকাশিত হয়েছে : ১৪ মার্চ ২০২৫, ৯:১০:১৮ অপরাহ্ন
হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবলে বিয়ে বাড়িতে গান বাজানো কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নারী-পুরুষসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। শুক্রবার দুপুরে উপজেলার মিরপুর ইউনিয়নের ঘোষপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। গুরুতর আহত ৪ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
জানা যায়, উপজেলার ঘোষপাড়া গ্রামের কাঠমিস্ত্রি আব্দুল হামিদের মেয়ে শারমিন আক্তারের সাথে হবিগঞ্জ জেলার সদর উপজেলার গোসাইপুর গ্রামের জুহুর আলীর ছেলে ইমন এর শুক্রবার ইফতারের পর বিয়ের দিন ধার্য্য ছিল। বৃহস্পতিবার দিনগত রাতে কনের বাড়িতে গায়ে হলুদের অনুষ্ঠানে সাউন্ড বক্স দিয়ে উচ্চস্বরে গান বাজালে পাশর্^বর্তী গ্রামের গাড়ি চালক আলী হোসেন এর ছেলে দিলু মিয়ার (৩০) নেতৃত্বে একদল স্থানীয় যুবক গান বাজনোতে আপত্তি জানান। শুক্রবার দুপুরে পুনরায় গান বাজালে দিলু মিয়ার নেতৃত্বে ১৫-২০ জনের স্থানীয় একদল লোক বিয়ে বাড়িতে হামলা চালায়। এতে বিয়ে বাড়িতে থাকা কনের আত্মীয়-স্বজনসহ ১৫ জন আহত হয়। গুরুতর আহত অবস্থায় মজনু মিয়া (৪০), জমিলা খাতুন (৭০), মিনারা খাতুন (৫০) ও হাবিবুর রহমান (২৫) কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি অন্যান্যদের হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কনের পিতা আব্দুল হামিদ বলেন, আশপাশের লোকজনকে বিয়ের দাওয়াত না দেওয়ার কারণে পরিকল্পিতভাবে আমার বাড়িতে হামলা চালায়। এসময় তারা ঘরে থাকা কনের স্বর্ণালংকারসহ মুল্যবান জিনিষপত্র লুট করে নিয়ে যায়।
বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাহিদুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি, বিয়ে বাড়ির পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।