রাজনগরে ১৫ হাজার শিক্ষার্থী নিচ্ছে বিশুদ্ধ কোরআন প্রশিক্ষণ
প্রকাশিত হয়েছে : ১৪ মার্চ ২০২৫, ৯:১৫:৪৩ অপরাহ্ন
রাজনগর প্রতিনিধি: মৌলভীবাজারের রাজনগরে দারুল ক্বিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্টের অধীনে ১৫ হাজার শিক্ষার্থী কোরআন প্রশিক্ষণ নিচ্ছে। পবিত্র কোরআন নাজিলের এ মাসকে কেন্দ্র করে বিশুদ্ধ কোরআন শিক্ষার প্রতিষ্ঠান মজিদিয়া ফুলতলী ট্রাস্টের অধীনে প্রতি বছরের ন্যায় এবারও ৯৪টি শাখায় এ প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হচ্ছে।
দারুল ক্বিরাত ফুলতলী ট্রাস্ট সূত্রে জানা যায়, ধর্মপ্রাণ মুসলিম শিক্ষার্থীদের বিশুদ্ধ কোরআন শিক্ষার উদ্দেশ্যে ১৯৫০ সালে পবিত্র কোরআন নাজিলের মাসে মূলত এ প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা শুরু হয়। কোন ধরণের সরকারি অনুদান বা পৃষ্ঠপোষকতা ছাড়াই ৭৫ বছর ধরে দারুল ক্বিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্টের অধীনে বাংলাদেশসহ সারা বিশে^র বিভিন্ন দেশে এ কার্যক্রম চলমান রয়েছে। বিশুদ্ধ কোরআন শিক্ষার এ প্রশিক্ষণে মাদ্রাসা শিক্ষার্থীর পাশাপাশি স্কুল, কলেজ ও বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থীরাও অংশ নিচ্ছে। শাখাগুলো পরিচালনায় প্রতিটি উপজেলায় রয়েছে লতিফিয়া ক্বারী সোসাইটি নামীয় সংগঠন। জানা যায়, রাজনগরে এ বছর ১৩টি শাখায় খামিছ জামাতে ৬০৯ জন, ৪৪টি শাখায় রাবে জামাতে ৩ হাজার জন, ২৩টি শাখায় ছালিছ জামাতে ১৬১২ জন, ১০ শাখায় ছানী জামাতে ২০১৮ জন, ৪টি শাখায় আউয়াল জামাতে ২ হাজার জন, জামাতে সুরা (ফরিক-১,২) ৮ হাজার ৮২ জন দারুল ক্বিরাত প্রশিক্ষণে অংশগ্রহণ করেছে।
এ ব্যাপারে রাজনগর উপজেলা লতিফিয়া ক্বারী সোসাইটির সাধারণ সম্পাদক মাওলানা রাহেল আহমদ বলেন, ধর্মপ্রাণ মুসলিম শিক্ষার্থীদের বিশুদ্ধ কোরআন শিক্ষার উদ্দেশ্যে ১৯৫০ সালে পবিত্র কোরআন নাজিলের মাসে মূলত এ প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা শুরু হয়। ৭৫ বছর ধরে দেশ-বিদেশের ধর্মপ্রাণ ভাই-বোনদের সার্বিক সহযোগিতায় অত্যন্ত সুশৃঙ্খল ও সফল ভাবে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।