গোলাপগঞ্জ সদরে বিএনপির ইফতার মাহফিল
প্রকাশিত হয়েছে : ১৪ মার্চ ২০২৫, ৯:১৭:০৫ অপরাহ্ন
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সিলেট জেলা সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম বলেছেন, আওয়ামী ফ্যাসিবাদের পতন ও বিদায় হলেও দেশ এখনো ঝুঁকিমুক্ত নয়। পতিত ফ্যাসিবাদী শক্তি ও তাদের দোসররা নানা ষড়যন্ত্রের মাধ্যমে ছাত্র-জনতার বিজয়কে নস্যাতের ষড়যন্ত্র করছে। দ্রুত নির্বাচন দিয়ে গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করাই অন্তর্বর্তীকালিন সরকারের জন্য সঠিক সিদ্ধান্ত হবে।
তিনি বৃহস্পতিবার বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গোলাপগঞ্জ উপজেলার ২নং সদর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সংগঠন আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। মাহফিলে সদর ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
গোলাপগঞ্জ সদর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি সাহাবউদ্দিনের সভাপতিত্বে ও সিলেট ল’ কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সুলতান মাহমুদের পরিচালনায় মাহফিলে স্বাগত বক্তব্য রাখেন সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আইনুল ইসলাম রেকল।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জেলা বিএনপির উপদেষ্টা ডা. আব্দুল গফুর, মহিউস সুন্নাহ চৌধুরী নার্জিস, হাসান ইমাদ, ছালিক আহমদ চৌধুরী, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হেলালুজ্জামান হেলাল, সহ সভাপতি আনহার উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক আমিন উদ্দিন আহমদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিল সেলিম, রিপন আহমদ, জেলা বিএনপির নেতা লায়েছ আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মওদুদ চৌধুরী সুমন, উপজেলা কৃষকদলের আহবায়ক ফুরুক আল মামুন, গোলাপগঞ্জ প্রেসক্লাব সভাপতি ইউনুস চৌধুরী, আমুড়া ইউনিয়ন বিএনপির সভাপতি লুলু মিয়া, লক্ষিপাশা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সাহাদত আলী, গোলাপগঞ্জ সদর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি জামাল উদ্দিন, সহ সাংগঠনিক সম্পাদক সারজেস আহমে সাবু, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সালাউদ্দিন আহমেদ, পৌর যুবদলের সদস্য সচিব আবদুল আজিজ মুন্না, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক নুর উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক শাহী চৌধুরী, কয়েছ আহমেদ, শিপু আহমদ, ইউনিয়ন কৃষকদলের সভাপতি আনোয়ার হোসেন ছয়ফুল, জেলা ছাত্রদলের সহ-সভাপতি কামরুজ্জামান জুনাক, পৌর ছাত্রদলের আহবায়ক সুবেদ আহমদ, সদস্য সচিব টিপু সুলতান, ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মন্জুর আহমদ তালুকদার, আমান উদদীন, যুবদল নেতা ইকাবাল ও সাহেদ আহমদ প্রমূখ। বিজ্ঞপ্তি