সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি শীর্ষক সেমিনার
প্রকাশিত হয়েছে : ১৪ মার্চ ২০২৫, ৯:১৯:৩৩ অপরাহ্ন
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেট অঞ্চলের অতিরিক্ত পরিচালক বিমল চন্দ্র সোম বলেছেন, মেধা সম্পন্ন জাতি গড়তে সুষম খাদ্য গ্রহণের কোনো বিকল্প নেই। সুস্বাস্থ্যের জন্য সবাইকে খাদ্যাভাসের বিষয়ে সচেতন হতে হবে।
তিনি বৃহস্পতিবার দুপুরে ডিএই সিলেটের সম্মেলনকক্ষে বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান (বারটান), কৃষি মন্ত্রণালয়ের অধীনে সুনামগঞ্জ বারটান আঞ্চলিক কার্যালয়ের উদ্যোগে সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনোয়ারুজ্জামানের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বারটান প্রধান কার্যালয়ের উর্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ফারজানা রহমান ভূইয়া। সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেট এর উপপরিচালক (ভারপ্রাপ্ত) দীপক কুমার দাস, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মিজানুর রহমান মিয়া। অনুষ্ঠান সঞ্চালনা করেন বারটান আঞ্চলিক কার্যালয় সুনামগঞ্জের আঞ্চলিক প্রধান মুশফিকুস সালেহীন।
সেমিনারে ভোক্তা সংরক্ষণ কর্মকর্তা, নিরাপদ খাদ্য অধিদপ্তরের কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।