হাফিজদের প্রতি যত্নবান হওয়া আমাদের দায়িত্ব: পুলিশ কমিশনার
প্রকাশিত হয়েছে : ১৪ মার্চ ২০২৫, ৯:৩৯:৩৬ অপরাহ্ন
সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার রেজাউল করিম পিপিএম-সেবা বলেছেন, মাদ্রাসা শিক্ষার্থীরা কোরআনের আলো বুকে ধারণ করে সমাজে নৈতিকতা ও মানবতার শিক্ষা ছড়িয়ে দিচ্ছে। তাদের সঠিক পরিচর্যা ও সহায়তা করা আমাদের নৈতিক দায়িত্ব। সমাজে যদি কোরআনের শিক্ষার চর্চা বৃদ্ধি পায়, তাহলে শান্তি ও সৌহার্দ্য আরও সুসংহত হবে। তিনি আরো বলেন, হাফিজ শিক্ষার্থীরা শুধু ধর্মীয় শিক্ষার বাহক নয় বরং তারা নৈতিকতা, আদর্শ ও মানবতার প্রতীক। তারা পবিত্র কোরআন মুখস্থ করে ইসলামের সুমহান বাণী প্রচার করছে, যা আমাদের সমাজের জন্য আশীর্বাদ।
তিনি বৃহস্পতিবার সিলেট সোসাইটির মেহমান খানার পক্ষ হতে সিলেট নগরীর সোনারপাড়াস্থ জামেয়া দারুল ফালাহ মাদরাসায় হাফিজ শিক্ষার্থীদেরকে নিয়ে সেহরী খাবার আয়োজন উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য উপরোক্ত কথাগুলো বলেন।
সিলেট সোসাইটির উপদেষ্টামন্ডলীর সদস্য ও মেহমান খানার চেয়ারম্যান ডা. মোহাম্মদ জহিরুল ইসলাম অচিনপুরীর সভাপতিত্বে ও সোসাইটির সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল করিম শিকদার এবং স্টুডেন্ট ইউনিটির আইন বিষয়ক সম্পাদক মোহাম্মদ তারেক জাহান চৌধুরীর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ওয়েস্ট পয়েন্ট কলেজের চেয়ারম্যান রোটারিয়ান এডভোকেট মাওলানা রফিক আহমদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সিলেট কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মো. জিয়াউল হক, সোসাইটির উপদেষ্টামন্ডলীর সদস্য জকিগঞ্জ সরকারি হাসপাতালের সাবেক টিএইচও ডা. সিরাজুল ইসলাম খান, সোসাইটির উপদেষ্টা ও মেহমান খানার সদস্য সচিব সাংবাদিক রোটারিয়ান শাহজাহান সেলিম বুলবুল পিএইচএফ, সোসাইটির উপদেষ্টা এডভোকেট এম এ সালেহ চৌধুরী, সমাজসেবক রফিকুল ইসলাম ফেনু, রোটারি ক্লাব অব সিলেট কীন ব্রীজ এর প্রেসিডেন্ট মোহাম্মদ কয়েস আহমদ, চার্টার্ড প্রেসিডেন্ট এম এ ওয়াদুদ আল মামুন, মহিসুন্নাহ মাদ্রাসা গোয়াইনঘাট এর মুহতামিম মাওলানা শফিকুর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ শাজাহান চৌধুরী।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রোটারিয়ান সেলিম আহমদ, রোটারিয়ান মো. আব্দুল্লাহ, সমাজসেবক লিমন আহমদ, স্টুডেন্ট ইউনিটের সভাপতি জুলকার নাইন সাইরাস, সাধারণ সম্পাদক মোহাম্মদ তাওহীদ জাহান চৌধুরী।
আলোচনা শেষে হাফিজ শিক্ষার্থীদের জন্য বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন আখালিয়ার ওয়ালিউল্লাহ মাদ্রাসার মুহতামিম হাফিজ মাওলানা রইছ উদ্দিন। বিজ্ঞপ্তি