জগন্নাথপুরে সড়ক দেবে মরণফাঁদ
প্রকাশিত হয়েছে : ১৪ মার্চ ২০২৫, ৯:৪০:৪৬ অপরাহ্ন
জগন্নাথপুর প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুরে সড়ক দেবে রীতিমতো মরণফাঁদে পরিণত হয়েছে। প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে। জগন্নাথপুর-চিলাউড়া সড়কের রসুলপুর টাচ পয়েন্ট নামক স্থানে ছোট একটি সেতুর সামনে সড়কের দুইপাশ প্রায় এক ফুট পরিমানে দেবে যাওয়ায় সড়কের মধ্যস্থান কবর এর মতো উঁচু হয়ে আছে। এখানে প্রতিদিন ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে।
বৃহস্পতিবার স্থানীয়রা জানান, সড়কের বেহাল দশার কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে। স্থানীয় গাড়ি চালকরা জানান, অল্প একটু সড়কের কারণে আমরা খুব কষ্টে চলাচল করছি। এখানে ১০০ ফুটও হবে না। এ অল্প সড়কটুকু দ্রুত মেরামতের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি তারা জোর দাবি জানান।
এ বিষয়ে জানতে চাইলে জগন্নাথপুর উপজেলা প্রকৌশলী (এলজিইডি) সোহরাব হোসেন জানান, আমরা জগন্নাথপুর-চিলাউড়া সড়কের যাত্রাপাশা এলাকায় দুই কিলোমিটার মেরামত কাজ করছি। রসুলপুরের ওই জায়গার কথা জেনেছি। ক্রমান্বয়ে সেটুকুও মেরামত কাজ করা হবে।