২৬ লাখ টাকার ভারতীয় চোরাইপণ্যসহ আটক ১
প্রকাশিত হয়েছে : ১৪ মার্চ ২০২৫, ৯:৫৬:১১ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : বিপুল পরিমাণ ভারতীয় চোরাই কসমেটিকস পণ্যসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১২ মার্চ) শাহপরান থানাধীন দাসপাড়া এলাকা থেকে পুলিশের বিশেষ অভিযানে ভারতীয় বিভিন্ন প্রসাধনী সামগ্রীসহ একটি কাভার্ড ভ্যান আটক করা হয়। গ্রেফতারকৃত মো. নুর উদ্দিন (৩৩)। সে জৈন্তাপুর থানার ঠাকুরেরমাটি গ্রামের মাখন মিয়ার ছেলে।
এর সত্যতা নিশ্চিত করেছেন এসএমপির মিডিয়া অফিসার ও অতিরিক্ত উপ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম। অভিযানে ২৬ লাখ ৩৬ হাজার টাকা মূল্যের প্রসাধনী পণ্য উদ্ধার করা হয় বলে জানান তিনি।
পুলিশ জানিয়েছে, বুধবার দুপুরে দাসপাড়া এলাকায় চেকপোস্ট বসিয়ে একটি কাভার্ড ভ্যান আটক করে তল্লাশী চালানো হয়। এসময় একটি কাভার্ড ভ্যান আটক করে ভারতীয় গার্নিয়ার ভিটামিন-সি সিরাম ক্রিম, গার্নিয়ার ভিটামিন-সি ফেসওয়াশ, পতঞ্জলি অ্যালোভেরা জেল, ইমামি ৭ অয়েল ইন ওয়ান চুলের তেল, পন্ডস ফেসওয়াশসহ অন্যান্য প্রসাধনী পণ্য উদ্ধার করা হয়। আটককৃতকে আদালতে সোপর্দ করা হয়েছে।