২৭৫ বস্তা ভারতীয় চিনিসহ আটক ২
প্রকাশিত হয়েছে : ১৪ মার্চ ২০২৫, ৯:৫৯:৪৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : ট্রাকের উপরে পাথর রেখে নিচে লুকিয়ে ভারতীয় চিনি পাচারকালে ২ জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার শাহপরান থানাধিন দাসপাড়া এলাকা থেকে ট্রাকভর্তি এসব চিনি উদ্ধার ও তাদের আটক করা হয়। আটককৃতরা হলো- ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানার ঘিলাবই গ্রামের মো. হাসমত আলীর ছেলে মো. জাহাঙ্গীর আলম (২৬) ও সিলেটের জৈন্তাপুর থানার লক্ষীপুরের ইব্রাহিম খলিলের ছেলে মো. সাহিন আলী (২৬)।
এর সত্যতা নিশ্চিত করেছেন এসএমপির মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম। পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার সকালে শহরতলীর দাসপাড়া এলাকায় চেকপোস্ট করাকালে একটি ট্রাক থামিয়ে তাতে তল্লাশী চালায় পুলিশ। এসময় ট্রাকের উপর থেকে বড় বড় সাইজের পাথর সরাতেই চিনির বস্তা বেরিয়ে আসে। এসময় সাদা পলিথিন দিয়ে মোড়ানো অবস্থায় ২শ ৭৫ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করা হয়। এর বাজারমূল্য আনুমানিক ১৬ লাখ ১৭ হাজার টাকা। আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।