আবাসিক হোটেল থেকে আটক ২
প্রকাশিত হয়েছে : ১৪ মার্চ ২০২৫, ১০:০১:৩৮ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : নগরীর দক্ষিণ সুরমায় একটি অবাসিক হোটেল থেকে অসামাজিক কাজের অভিযোগে ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে কদমতলীর হোটেল আল হক আবাসিক থেকে তাদের গ্রেফতার করা হয়।
এর সত্যতা নিশ্চিত করেছেন এসএমপির মিডিয়া অফিসার অতিরিক্ত উপ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসরাম। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিকে ওই হোটেলে বিশেষ অভিযান চালিয়ে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে এলাইচ মিয়া (৩৮) ও মাঈশা ইসলাম (১৯) কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।