বৃটেনের কার্ডিফ বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশন এর ইফতার মাহফিল অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ১৫ মার্চ ২০২৫, ৫:৫৪:৪৩ অপরাহ্ন
বৃটেনের কার্ডিফ বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশন এর পক্ষ থেকে কার্ডিফের জালালিয়া মসজিদে কমিউনিটির বিশিষ্টজন সহ প্রচুর লোকের উপস্থিতিতে ১৩ মার্চ বৃহস্পতিবার এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশন এর ট্রাষ্টি সিনিয়র সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর এর সভাপতিত্বে এবং ওয়েলফেয়ার এসোসিয়েশনের অন্যতম ডিরেক্টর শেখ মোহাম্মদ আনোয়ার এর পরিচালনায় ইফতার পূর্ব আলোচনা সভায় জালালিয়া মসজিদের ঈমাম ও খতিব মাওলানা আব্দুল মোক্তাদির, কমিউনিটি সংগঠক লিয়াকত আলী, শাহ গোলাম কিবরিয়া ও আনসার মিয়া বক্তব্য রাখেন।
মসজিদ কমিটি ও কমিউনিটি নেতৃবৃন্দের সার্বিক ব্যাবস্থাপনায় ইফতার মাহফিলে মুসলিম উম্মাহর সুখ শান্তি সমৃদ্ধি এবং কমিউনিটির উন্নয়নে ওয়েলফেয়ার এর সমাজসেবামূলক কার্যক্রমের অগ্রগতির জন্য দোয়া পরিচালনা করেন আনজুমানে আল ইসলাহ ওয়েলস ডিভিশন এর প্রেসিডেন্ট হাফিজ মাওলানা ফারুক আহমেদ।