ভাতিজা বউ ধর্ষণের অভিযোগে চাচা গ্রেপ্তার
প্রকাশিত হয়েছে : ১৫ মার্চ ২০২৫, ৮:০৫:২৮ অপরাহ্ন
বড়লেখা প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখায় ভাতিজার বউকে (৩৪) ধর্ষণের অভিযোগে কয়েছ আহমদ (৩৬) নামে এক ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করেছে। শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে পৌরসভার গাজিটেকা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এই ঘটনায় ভিক্টিম থানায় মামলা করেছেন। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে কয়েছকে শনিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অভিযুক্ত কয়েছে গাজিটেকা এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে।
বড়লেখা থানার এসআই মাসুদ পারভেজ শনিবার বিকেলে জানান, ভাতিজার বউকে ধর্ষণের অভিযোগে কয়েছ আহমদ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনায় ভিক্টিম থানায় মামলা করেছেন। কয়েছকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।