সুনামগঞ্জে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত
প্রকাশিত হয়েছে : ১৫ মার্চ ২০২৫, ৮:১৮:১৮ অপরাহ্ন
সুনামগঞ্জ প্রতিনিধি: টেকসই জীবনযাত্রায় ন্যায্য রূপান্তর এ স্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জে পালিত হয়েছে বিশ্ব ভোক্তা অধিকার দিবস। জেলা ক্যাবের উদ্যোগে ও জেলা প্রশাসনের সহযোগিতায় শনিবার (১৫ মার্চ) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিবসটি উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা ক্যাবের সিনিয়র সহ-সভাপতি মো. দিলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল। সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজাহান চৌধুরীর সঞ্চালনায় সভা আরও বক্তব্য রাখেন, জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারি কমিশনার রবিউর রায়হান, মো. সাব্বির হোসেন শাওন, মরিয়ম আক্তার।