মৌলভীবাজারে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত
প্রকাশিত হয়েছে : ১৫ মার্চ ২০২৫, ৯:০৪:৪৮ অপরাহ্ন
মৌলভীবাজার প্রতিনিধি: কনজুমার এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার (১৫ মার্চ) দুপুরে মৌলভীবাজার পৌরসভার প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
র্যালিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সংগঠনের সভাপতি প্রফেসর সৈয়দ মোহাম্মদ মহসীন, সহ-সভাপতি সহযোগী অধ্যাপক আজিজ আহমদ কিবরিয়া, সৈয়দ তফজ্জল হোসেন, ডা. এ.কে এম জিল্লুল হক, সাধারণ সম্পাদক হোসাইন আহমদ, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট সৈয়দ সিরাজুল ইসলাম সিরাজী, সদস্য মামুনূর রশীদ ও আশরাফ আলী সহ বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ী, রেড ক্রিসেন্ট সদস্য, সচেতন নাগরিক ও সমাজকর্মীরা র্যালিতে অংশ নেন। র্যালি শেষে পৌর মিলনায়তনে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।