কোরআনের হাফেজ থেকে যুক্তরাজ্যের ব্যারিস্টার হলেন আকিফ
প্রকাশিত হয়েছে : ১৫ মার্চ ২০২৫, ৯:১৬:৪৬ অপরাহ্ন
বালাগঞ্জ প্রতিনিধি: পড়ালেখার হাতেখড়ি মাদ্রাসায়। মাদ্রাসা থেকেই পাশ করেছেন দাখিল, আলিম। এরপর দেশের সিমানা পেরিয়ে সর্বশেষ যুক্তরাজ্যের বিখ্যাত বিপিপি ইউনিভার্সিটি থেকে অর্জন করেছেন ব্যারিস্টারি ডিগ্রি। সিলেটের বালাগঞ্জ উপজেলার পূর্ব গৌরীপুর ইউনিয়নের মধুরাই গ্রামের বাসিন্দা, পূর্ব গৌরীপুর ওমর (রাঃ) দাখিল মাদ্রাসার রেক্টর আব্দুল আহাদ সিদ্দিকী ও গৃহিণী জ্যোৎস্না বেগম দম্পতির বড় ছেলে তানজিম শাহরিয়ার আকিফের ব্যারিস্টারী ডিগ্রি অর্জনে খুশি, তার পরিবার, মাদ্রাসার শিক্ষক ও এলাকাবাসী।
মাদ্রাসা শিক্ষা থেকে ব্যারিস্টারি ডিগ্রি অর্জনকারী তানজিম শাহরিয়ার আকিফ মুয়াজ বিন জাবাল (রা.) দি কুরআনিক ইনস্টিটিউট সিলেট থেকে হিফজ সম্পন্ন করে শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদ্রাসা পাঠানটুলা থেকে দাখিল ও আলিম পরীক্ষা দিয়ে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হোন।
২০২০ সালে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অফ লন্ডন থেকে এলএলবি অনার্স সম্পন্ন করেন । এরপর লন্ডনের হলবর্নের বিপিপি ইউনিভার্সিটি থেকে কমার্শিয়াল ল বিষয়ে ২০২২ – ২০২৩ সেশনে এলএলএম ডিগ্রি অর্জন করেন। সর্বশেষ ২০২৪-২০২৫ সেশনে অনারেবল সোসাইটি অফ লিংকন’স ইন’র অধিনে বার প্রফেশনাল ট্রেইনিং কোর্স করেন যুক্তরাজ্যের বিখ্যাত বিপিপি ইউনিভার্সিটি হলবর্ন থেকে ইংল্যান্ড ও ওয়েলস বারের ব্যারিস্টার হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি লাভ করেন।’
তার গর্বিত পিতা আব্দুল আহাদ সিদ্দিকী বলেন, ‘ছেলেকে মাদ্রাসায় ভর্তি করিয়েছিলাম, তখন থেকে তার স্বপ্ন ছিল বড় হওয়ার। আমার স্বপ্নও পূরণ হয়েছে। গ্রামের মানুষের স্বপ্ন পূরণ হয়েছে। সোশ্যাল মিডিয়ায় তার ছবি দেওয়ার পর বহুজন আমাকে ফোন করে শুভেচ্ছা জানিয়েছেন। সন্তান ভালো কিছু করা মানে পিতা মাতার মনে শান্তি আসা। তার এই ডিগ্রি অর্জনে আমাদের অনেক খুশি হয়েছেন। সে যেন দেশ, জাতির এবং উম্মাহর কল্যাণে কাজ করে সেই প্রত্যাশা ব্যক্ত করছি।